আগামী বুধবার থেকে চারটি শর্ত না মানলে অনির্দিষ্টকালের জন্য দিনাজপুরের হিলি স্থলবন্দরে সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বিষয়টি জানিয়েছেন ভারত হিলির আমদানি-রপ্তানি কারক এবং কাস্টমস এজেন্ট এসোসিয়েশন।
রবিবার (৬ জুন) ৪ টি শর্তের কথা একটি লিখিত চিঠির মাধ্যমে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি ও সম্পাদককে জানান তারা।
লিখিত ৪ টি শর্ত,
১| আগামী ৮ জুন মঙ্গলবারের মধ্যে সব ট্রাক চালকদের টিকাকরণ দেওয়া সম্ভব না।কারণ দেশ জুড়ে টিকার অভাব আছে।
২| পূর্বের ন্যায় সন্ধ্যা ৬টা পর্যন্ত আমদানি-রপ্তানির কার্যক্রম চালু রাখতে হবে।
৩| আপনাদের একক সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারছি না। এতে আমরা অপমানিত বোধ করছি।
৪| অন্যান্য স্থলবন্দরের মত হিলি স্থলবন্দরে গাড়ি স্বাভাবিক ভাবে নিতে হবে।
এবিষয়ে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি ও হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন জানান, সরকারের বিধিনিষেধ অনুযায়ী স্বল্প পরিসরে আমরা ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক রাখবো। হিলিতে প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। বন্দরবাসী সহ স্থানীয় সুধিজনরা চায় হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ হউক। কিন্তু আমরা তা বন্ধ করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি সকল স্বাস্থ্য বিধি মেনে করোনাকে প্রতিহত করে ভারতের সাথে আমদানি-রপ্তানি স্বাভাবিক রাখতে। আমরা তাদের কয়েকটি স্বাস্থ্য বিধির শর্ত দিয়েছি। তারা যদি মানতে পারে তাহলে ভাল। তা না হলে তারা আমদানি-রপ্তানি বন্ধ করে দিলে দিবে? তাতে আমাদের কোন আপত্তি নেই, কেন না জীবন আগে!