শাহারুল ইসলাম ফারদিন,,( যশোর প্রতিনিধি)
যশোরের মণিরামপুরে অন্ত:সত্ত্বা গৃহবধু পিয়া মন্ডল ও তার শিশু মেয়ে কথার হত্যাকারী কলেজ শিক্ষক কনা মন্ডলের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে যশোরে। ২২ আগস্ট রোববার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে গত ৭ আগস্ট বিকালে কলেজ শিক্ষক কনা মন্ডল দুইজনকে হত্যা করে রান্না ঘরের রশিতে ঝুলিয়ে রাখে। কনা মন্ডলের সাথে একাধিক নারীর পরকীয়া সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের জের ধরে পিয়া মন্ডল ও তার মেয়েকে হত্যা করা হয়েছে। হত্যার পর আত্মহত্যা বলে প্রচার করেছে কনা মন্ডল। এসব ঘটনার পর এখনো নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কনা ও তার সহযোগিরা। বক্তারা অবিলম্বে কনা মন্ডলের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন মৃত প্রিয়া মন্ডলের দিদি তমশা মন্ডল, ভাই চন্দন মন্ডল, দাদু শীতল কান্তি, কাকা অলক মন্ডল, মনিরামপুরের পায়রা ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম, ফিরোজ মেম্বার সহ আর শতাধিক নারী পুরুষ উক্ত মানব বন্ধনে হত্যার শাস্তির দাবিতে উপস্থিত ছিলেন।
Posted ৭:১০ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ আগস্ট ২০২১
protidinerkushtia.com | editor