বুধবার | ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

অবিশ্বাস্য’ তাসকিনকে দেখে মুগ্ধ বাংলাদেশ কোচ

স্পোর্টস ডেস্ক

অবিশ্বাস্য’ তাসকিনকে দেখে মুগ্ধ বাংলাদেশ কোচ

কমেছে ওজন, বেড়েছে পেশি। বোলিংয়ে যেন ঝরছে আগুন। কোভিড বিরতির পর তাসকিন আহমেদ আবির্ভূত হয়েছেন ভিন্ন এক চেহারায়। বদলে যাওয়া এই তাসকিনকে দেখে মুগ্ধ চোখে কোচ রাসেল ডমিঙ্গো বলছেন, ‘অবিশ্বাস্য।’


লকডাউনের সময়টায় ফিটনেস নিয়ে অনেক খেটেছেন তাসকিন। পরে অনুশীলন শুরুর পর ঘাম ঝরিয়েছেন বোলিংয়ে। সেটির প্রতিফলন পড়তে শুরু করেছে বোলিংয়ে। গত কিছুদিন নেটে তিনি নিয়মিতই ভুগিয়েছেন তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহদের। শুক্রবার থেকে শুরু হওয়া দুই দিনের ম্যাচের প্রথম দিনেও তার বোলিং ছিল অসাধারণ।

কোভিড-১৯ রোগের প্রকোপে বিরতির সময়ও যেভাবে ফিটনেস নিয়ে কাজ করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা, বিরতির পর তাদের যে অবস্থায় দেখেছেন ডমিঙ্গো, তাতে দারুণ খুশি বাংলাদেশ কোচ। অনলাইন সংবাদ সম্মেলনে শুক্রবার এই প্রসঙ্গেই বললেন তাসকিনের কথা।

“ছেলেরা যেভাবে কাজ করেছে, আমি খুবই সন্তুষ্ট। সত্যি বলতে, ওদের কাজে আমার খুবই গর্ব হচ্ছে। সবাইকে দারুণ ফিট মনে হচ্ছে। এখন যে ম্যাচ হচ্ছে, সবাইকে মনে হচ্ছে ভালো ছন্দে আছে। নেটে বোলারদের খুব ফিট মনে হয়েছে। তাসকিন যেমন, অবিশ্বাস্য কাজ করেছে। ওকে খুবই ভালো মনে হচ্ছে, যা দেখা রোমাঞ্চকর। ছেলেরা যে অবস্থায় আছে, আমি খুবই খুশি।”


দায়িত্ব নেওয়ার পর থেকেই ভালো একটি ফাস্ট বোলিং গ্রুপ তৈরি করার কথা জোর দিয়ে বলে আসছেন ডমিঙ্গো। তার মতে, এই প্রক্রিয়া ঠিক পথেই আছে। সেখানে আবারও তুলে ধরলেন তাসকিনের উদাহরণ।

“একটা ফাস্ট বোলিং গ্রুপ গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। আবার ইবাদত আছে, রাহি, তাসকিন, মুস্তাফিজ, খালেদ ও আল আমিন আছে এখন। ৬-৭ জন ফাস্ট বোলারের একটি গ্রুপ গড়ে উঠছে যারা খেলতে পারে সব সংস্করণেই। আশা করি শুধু দেশে নয়, বিদেশেও ওরা ভালো করবে আগামী কয়েক বছর।”


“তাসকিন কঠোর পরিশ্রম করেছে। দারুণ ফিট হয়ে ফিরেছে সে। মুস্তাফিজ নতুন বলে ভালো শেইপ পাচ্ছে। উন্নতির ভালো ছাপ রাখতে পেরেছে সে। খালেদও চোটের পর ফিরে ভালো করছে। তরুণ হাসান মাহমুদও দারুণ করছে, খুব ভালো ভবিষ্যৎ ওর সামনে। দেশের বাইরে প্রতিপক্ষকে চাপে ফেলতে হলে, ভালো ফাস্ট বোলার লাগবেই। আমার মনে হয়, এই মুহূর্তে আমরা পথেই আছি

Facebook Comments Box

Posted ২:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ০২ অক্টোবর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!