কুষ্টিয়া সদর উপজেলার চোড়হাস ফুলতলা কলোনী তে মা এর সাথে বসবাস কুটি’র। বেশ কয়েক বছর আগে একটা অজানা রোগে আক্রান্ত হলে কুটি’র হাটা চলার ক্ষমতা হারিয়ে ফেলে, বিষয় টি কুষ্টিয়ার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন একটু একটু পাশে দাঁড়াই এর সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন সহ অন্যান্য সদস্যদের নজরে আসলে, গতকাল ১৩-০৮-২০২০ তারিখ বৃহস্পতিবার অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন ‘একটু পাশে দাঁড়াই’ কুষ্টিয়া জেলার চৌড়হাস ফুলতলায় অসহায় প্যারালাইজড ‘জীবন কুটি’রের জীবন সংগ্রামে এগিয়ে যেতে উৎসাহিত করতে, তার মলিন মুখে হাসি ফোটাতে একটি হুইল চেয়ার এবং তার একমাত্র সম্বল বুড়ি মায়ের হাতে পনেরো দিনের খাবার তুলে দিয়েছেন।
সম্পুর্ন অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন একটু পাশে দাড়াই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো মোস্তাফিজুর রহমান সুমন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং ‘একটু পাশে দাঁড়াই’ এর আজীবন সদস্য মো: কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল আউয়াল বাদশা, বিশিষ্ট সমাজসেবক কাজী জুরাইশ হোসেন, একটু পাশে দাড়াই সংগঠনের সদস্য তারিকুল ইসলাম শেখ, এস আই স্বাধীন, শামিম আহাম্মেদ,সজল সুজন সহ একটু পাশে দাঁড়াই সংগঠনের সদস্যবৃন্দ।
Posted ৮:০২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor