মোঃ মহিন উদ্দিন
অসহায় হতদরিদ্র পরিবারের পাশে হাজ্বী মোঃ হুমায়ুন কবির।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৭ নং হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর সাজি পাড়া গ্রামের মৃত – মসলেম এর স্ত্রী মোছা আনোয়ারা বেগম স্বামী হারিয়েছে ৬ বছর আগে তাহার কর্ম করার মত কোন ছেলে সন্তান নেই।
এই অসহায় হতদরিদ্র আনোয়ারা বেগম বলেন আমার ভালো বাসস্থান নেই টিউবওয়েল যদি ও ছিল খুধার তাড়নায় টিউবওয়েল বিক্রি করে খেয়ে ফেলেছি। এখন আমার কোন সহায় সম্বল নাই অনেক কষ্টে দিন যাপন করছি।
এমন সংবাদ পেয়ে হাজ্বী মোঃ হুমায়ুন কবির অসহায় হতদরিদ্র আনোয়ারা বেগম এর পাশে যান এবং সঙ্গে সঙ্গে শীত বস্ত্র বিতরণ করেন ও দুইটা পরিবার কে দুই টা টিউবওয়েল দিবেন বলে আশ্বস্ত করেন।
Posted ১২:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor