কুষ্টিয়া সদর হাসপাতালে চাপাতির আঘাতে অসুস্থ তাহসিন এর পাশে ‘একটু পাশে দাঁড়াই’ সংগঠনের আজীবন সদস্য এবং ভয়েস অফ কুষ্টিয়ার প্রকাশক ও সম্পাদক এম শাহিন আহম্মেদ জুয়েল । প্রতিষ্ঠাতা সভাপতি ‘একটু পাশে দাঁড়াই’ ও প্রধান উপদেষ্টা ভয়েস অফ কুষ্টিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান।
লাহেনী বটতলার ছোট্ট ছেলে মো: তাহসিন, তার বাবা মহিদুল ইসলাম সমিতি থেকে লোন নিয়ে ব্যাটারি চালিত রিক্সা কিনেছিলো, কিন্তু অসুস্থতার জন্য চালাতে পারতো না। সেই থেকে রিক্সা চালিয়ে লোন পরিশোধ করে কোনোরকম সংসার চালাতো তাহসিন।
গতকালকে চারজন ৭.৩০ থেকে ৮টার মধ্যে শহর থেকে ভাড়া মিটিয়ে বাড়াদি ভাগার মোড়ে নিয়ে আরো দুইজনসহ ৬জন মিলে চাইনিচ কুড়াল দিয়ে মেরে মৃতভেবে ফেলে রেখে রিক্সা নিয়ে চলে যায়।
কিছুসময় পর বৃষ্টিতে জ্ঞান ফিরে পেলে তার ডাকে স্থানীয় এক দোকানদার হাসপাতালে ভর্তি করে, ছেলেটির মাথায় খুলি মারাত্বক ভাবে আহত এবং চোখে দেখতে পারছে না,কাল সকালে অপারেশন।
এম শাহিন আহম্মেদ জুয়েল ও মোঃ মোস্তাফিজুর রহমান অসুস্থ মো: তাহসিন এর পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে । অসুস্থ মো: তাহসিন এর কাল সকালে অপারেশন। অপারেশন এর জন্য বেশ কিছু টাকার প্রয়োজন ।
এম শাহিন আহম্মেদ জুয়েল ও মোঃ মোস্তাফিজুর রহমান অসুস্থ মো: তাহসিন এর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং অসুস্থ তাহসিন এর চিকিৎসার জন্য সকলকে সাহায্যর হাত বাড়িয়ে দিতে অনুরোধ করেছেন।
Posted ৩:১১ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | editor