কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আওয়ামীলীগ নেতা ও পিয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আজগার আলী বিশ্বাসের জানাজা সম্পন্ন।
আজ বেলা ১১.৩০ ঘটিকায় দৌলতপুর উপজেলার ৮ নং পিয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মরহুম আজগর আলী বিশ্বাসের নামাজে জানাজা সম্পন্ন এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জেলার দৌলতপুর আসনের সংসদ সদস্য আঃকাঃমঃ সরোয়ার জাহান বাদশাহ্ এমপি , সাবেক সংসদ সদস্য দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ,আতাউর রহমান আতা, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফ উদ্দিন রিমন,দৌলতপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ফিরোজ আল মামুন, দৌলতপুরের উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ সহ সকল স্তরের নেতা কর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় সকলে মরহুমের আত্মার শান্তি কামনা করেন।
নামাজে জানাজায় উপস্থিত হয়ে দৌলতপুর আসনের সংসদ সদস্য আঃকাঃমঃ সরোয়ার জাহান বাদশাহ্ এমপি বলেন, আজগার আলী বিশ্বাস ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন নিবেদিত প্রাণ , তিনি ছিলেন আজীবন আওয়ামীলীগের ত্যাগী ও পরীক্ষিত তৃণমুল নেতা। তার মত সৎ ও পরিশ্রমী কর্মীর শূন্যতা সহজে পূরণ হবার নয়।
Posted ৮:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor