সৈয়দা রাশিদা বেগম এমপি এর সুযোগ্য নাতনি আদিবা আয়েশা ছোয়া বাংলাদেশ যুব ছায়া সংসদের সদস্য নির্বাচত হয়েছেন।
আদিবা আয়েশা ছোয়া বৃহত্তর কুষ্টিয়ার সংরক্ষিত মহিলা আসনের এম পি -৩৩৫ এর বড় কন্যা সৈয়দা নিলুফা ইয়াসমিনের সুযোগ্য কন্যা।
বাংলাদেশ যুব ছায়া সংসদের সদস্য হতে পারেন জাতীয় সংসদ সদস্যদের পরিবারের ২০ বছরের কম বয়সি কোন এক জন।কে সদস্য হবেন সেটা নির্ধারণ করা হয় জাতিয় সংসদ থেকেই।
দেশে সুযোগ্য ভবিষ্যত নেত্রীত্বের তৈরি করার লক্ষেই বাংলাদেশ যুব ছায়া সংসদ গঠন করা হয়।
জাতীয় সংসদ অধিবেশনের নেয় তাদের ও অধিবেশন হয়।
আজ ২৯ আগস্ট ২০২০ বেলা ৩ টায় ১০ অধিবেশন অনুষ্টিত হবে।উক্ত অধিবেশনে আদিবা আয়েশা ছোয়া নারী আসন -৩৪ থেকে প্রতিনিধিত্ব করবেন।
Posted ৮:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor