নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়া কুমারখালি কয়া ইউনিয়নের মতিয়ার রহমানের পুত্র নাম মোঃ সৈয়দ রহমান ( ১৬) । ঝিনাইদহ জেলার কালীগন্জ এলাকায় ছেলেটির হঠাত টায়ার বিস্ফোরণের কারণে মাথায় প্রচন্ড অঘাত লাগে আঘাতের কারনে পরিস্থিতি খারাপ হয়।রোগীটি অস্ত্রপোচার করার পর তাকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে ২৭ প্লাস নামক বেসরকারী হাসপাতালে লাইফ সাপোর্টে আছে আনেক চেষ্টা করেও সরকারী হাসপাতালে লাইফ সাপোর্টের বেড জোগার করা সম্ভব হচ্ছে না।এই হাসপাতালে প্রায় ১০ দিনে প্রায় ৪ লক্ষ টাকা খরচ হয়ে গেছে সরকারি হাসপাতাল ছাড়া এবং রোগীর অর্থনৈতিক অবস্থার কারনে রোগীকে বাঁচানো সম্ভব হচ্ছে না।অর্থের অভাবে সৈয়দ রহমানের প্রদীপ অকালেই নিভে যেতে পারে সেই মানসিক যন্ত্রনাই কুড়ে কুড়ে খাচ্ছে তার বাবা-মাকে।তাই কোন স্বদয় ব্যাক্তি সাহায্যর হাত বাড়িয়ে দিলে একটি প্রাণ বাঁচানো যেত।
তার বাবা আবেগ জড়িত কণ্ঠে বলেন, এখন হয়তো টাকার অভাবে আর চিকিৎসা করা সম্ভব হবে না।তাই ছেলের উন্নত চিকিৎসার জন্য সমাজের সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির প্রতি আন্তরিক সহযোগিতা কামনা করছি তার অসহায় মা-বাবা। আপনাদের সামান্যতম সহযোগিতায় বেঁচে যাবে আমার ছেলের প্রাণ।
প্রয়োজনে যোগায়োগঃ ০১৮৪৯৮২৬৬১১ (বিকাশ)
Posted ৪:৩৮ অপরাহ্ণ | সোমবার, ০৮ মার্চ ২০২১
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)