এনামুল হক ইমন কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহিদ গোলাম কিবরিয়ার সুযোগ্য পুত্র, কুষ্টিয়া জেলার মিয়া-ভাই হিসেবে সুপরিচিত রাজনীতিবিদ আবুল হোসেন তরুণের ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বাদ মাগরিব কুষ্টিয়া-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এর অফিসে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কুমারখালী পৌরসভার বার-বার নির্বাচিত পৌর মেয়র ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব মো সামছুজ্জামান অরুণ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নন্দলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিয়ার রহমান টুকু, উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক রিস্তাক করিম, উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও শিলাহদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সালাহউদ্দিন খান তারেক, উপজেলা যুবলীগ সভাপতি ও কুমারখালী পৌরসভার প্যানেল মেয়র হারুন অর রশিদ হারুন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রবিউল আওয়াল, চাপড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হক মনজু, কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম ভুট্টো,সাধারণ সম্পাদক রাসেল হোসেন আরজু প্রমুখ।
উল্লেখ্য আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় হীরা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ আনাস মোনাজাত পরিচালনা করেন।
Posted ১:১৩ পূর্বাহ্ণ | বুধবার, ১০ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor