সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতে ৪ দিন ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দেশটির ফেডারেল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসার্স স্থানীয় গণমাধ্যমে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঈদুল আজহা উপলক্ষে ছুটি ঘোষণা করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ জুলাই থেকে ২ আগস্ট রোববার পর্যন্ত ছুটি থাকবে। যথারীতি সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা সোমবার ৩ আগস্ট থেকে কাজে ফিরবেন।
গত বছর সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা ঘোষণা করেছিল যে, সরকারি ও বেসরকারি উভয় খাতেই একই নিয়মে সরকারি ছুটি থাকবে। এদিকে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে ঈদুল ফিতরের নামাজও হয়নি। এখন পর্যন্ত ঈদুল আজহার নামাজ ঈদগাহ কিংবা মসজিদে হবে বলে কোনো ঘোষণা আসেনি।
Posted ৫:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor