বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আল জাজিরা টেলিভিশনের বিরুদ্ধে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি আজ কেপিসি কার্যালয়ের সামনে বেলা ১২ টায় গণমাধ্যমকর্মীদের এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব (বাংলাদেশ বেতার), সহ সভাপতি জামিল হাসান খান খোকন ( নিউজ24 টিভি), সাধারণ সম্পাদক সোহেল রানা (জিটিভি/দৈনিক যায়যায়দিন), যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান লিপটন (দৈনিক হিসনা বাণী), কোষাধ্যক্ষ মিলন উল্লাহ ( ইনডিপেন্ডেন্ট টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান (দৈনিক নওরোজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ (দৈনিক মুক্তকন্ঠ), তথ্য ও গবেষণা সম্পাদক ইমরান হাসান পাপ্পু ( দৈনিক ঢাকার ডাক), নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ ( ডেইলি নিউনেশন), তৌফিক তপন ( দৈনিক স্বাধীন সংবাদ), ইসমাইল হোসেন (দৈনিক সময়ের আলো), ফিরোজ কায়সার ( আনন্দ টিভি), আব্দুল মান্নান (বিবিসি টিভি), ইউসুফ আলী ( দৈনিক করতোয়া/ ইউটিভি), আনারুল ইসলাম (দৈনিক লালন কন্ঠ), সেলিম রেজা বাচ্চু ( দৌলতপুর বার্তা), জীবন মাহমুদ ডাবলু ( দৈনিক স্বর্ণযুগ), হাবিবুর রহমান হাবু ( দৈনিক আরশীনগর), সুমন মাহমুদ (দৈনিক সংযোগ), হাফিজুর রহমান ( দৈনিক আজকের দর্পণ), জাহিদুল হক ডন ( দৈনিক প্রাইম), চাঁদ আলী ( মুক্তির বার্তা), সাইফ আল আজাদী (দৈনিক আজাদী), সোহেল আহমেদ ( নিজ অফ ভিউজ), ওলিদুজ্জামান শুভ ( বিএমএফ টেলিভিশন), মাহমুদুল হক বাদল (দৈনিক মুক্তমত), ফটো সাংবাদিক জালাল উদ্দিন খোকন, সালমান শাহরিয়ার রাজু ( দৈনিক পদ্মা গড়াই), আব্দুল্লাহ আল হাসান ( দৈনিক ইনসাফ), ডিএস টুটুল, হাসান আহমেদ ( দৈনিক কুষ্টিয়া প্রতিদিন), আরিফুল ইসলাম ( কুমারখালী বার্তা), মিজানুর রহমান ( ডেইলি অথেনটিক), মনোয়ার হোসেন মারুফ( দৈনিক বাংলাদেশ বার্তা), ওমর ফারুক (বাংলা টিভি), প্রদীপ সরকার ( দৈনিক সংবাদ), নওশাদ আলী ( দৈনিক ডেসটিনি), মাহমুদ হাসান ( অনুসন্ধান), হাফিজুর রহমান জীবন ( এমটিভি/দৈনিক গণমুক্তি), রাশেদুজ্জামান (দৈনিক গণশক্তি), খালিদ হাসান রিংকু ( প্রতিদিনের কুষ্টিয়া), রাকিব হাসান ( সমঅধিকার), জিল্লুর রহমান ( বাংলা নিউজ), জাহাঙ্গীর খান ( জেকে টিভি), জান্নাতুল ফেরদৌস ( জনতার কন্ঠ), সাংবাদিক বিএম বেলালসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।