আল-সালেহ লাইফ লাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিমিটেড পক্ষ থেকে বিজয় দিবসের শ্রদ্ধাজ্ঞলি।
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন, পরাধীনতার শৃঙ্খলমুক্তির দিন। সারাদেশের মানুষ আজ আনন্দ-উৎসব এবং একই সঙ্গে বেদনা নিয়ে দিবসটি পালন করবে। স্বাধীনতার জন্য যে অকুতোভয় বীর সন্তানেরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, গভীর বেদনা ও শ্রদ্ধায় তাদেরকে স্মরণ করা হবে।
আজ ১৬ ডিসেম্বর। বিজয় বাংলাদেশ, মহান বিজয় দিবস। ৪৯ বছর ধরে বিজয়ের গৌরবে মাথা উঁচু করে এগিয়ে চলছি আমরা। সকল মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সম্মান জানাতে কুষ্টিয়া দৌলতপুর উপজেলা তে ভোর ছয়টা থেকে শুরু হয় কার্যক্রম তারপর আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
এরপর মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এই সময় উপস্থিত ছিলেন ৭৫ কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি, উপজেলা নিবার্হী কর্মকর্তা শারমিন আক্তার, ভুমি কমিশনার আজগর আলী, উপজেলা চেয়ারম্যান এজাজ আহম্মেদ মামুন বিশ্বাস, ও আল-সালেহ লাইফ লাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিমিটেড কো-অডিনেটর হাজ্বী মোঃ হুমায়ুন কবির।
৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিন বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করে। স্বাধীন বাংলাদেশের স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বর বিকেলে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে যৌথ বাহিনীর কাছে। এর মধ্য দিয়ে স্বাধীনতার রক্তিম সূর্যালোকে উদ্ভাসিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেই থেকে ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। যথাযথ ভাবগাম্ভীর্যে দিবসটি সাড়ম্বরে উদযাপন করা হয়।
Posted ২:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor