ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই হাসি। ঈদ মানেই খুশি। ঈদ মানেই বাহারি রঙ্গের নতুন পোশাক।
প্রত্যেক ঈদে সবাই চাই নতুন পোশাক দিয়ে ঈদ করতে। কিন্তু কেউ পরিবারের আর্থিক সমস্যার কারনে নতুন পোশাক ক্রয় করতে পারে না। তবু সবাই চেষ্টা করে নতুন পোশাক দিয়ে ঈদ পালন করার।
আসন্ন ঈদুল আযহা আসতে দেরি আর মাত্র কয়েকটা ঘন্টা।
এরই মধ্যে দেশের সকল স্থানের গার্মেন্টসের দোকানে বেচাকেনা বেড়েগেছে। লোক সমাগম হচ্ছে প্রত্যেক পোশাকের দোকানে কম বেশি।
সূলভ মূল্য বিক্রয় হচ্ছে নানা বাহারি রঙ্গের পোশাক।পুরুষ,মহিলা থেকে শুরু করে নানা বয়সের শিশু , বৃদ্ধদের জন্য পাওয়া যাচ্ছে মানসম্মত ও রুচিপূর্ন পোশাক।
বিক্রেতারা বলছেন গত রোযার ঈদে করোনা মহামারির কারনে বেচাকেনা কম ছিল। কিন্তু ঈদুল আযহাতে অধিক বেচাকেনা বৃদ্ধি পেয়েছে। তাই তারা খুশি।
রাজধানী ঢাকা সহ দেশের সকল জেলার ফুটপাতের দোকানীরা এই ঈদে নানা সাজের পোশাক বিক্রয় করছেন।
তাছাড়া দেশের অনলাইন শপিং মলগুলোতে নানা ধরনের দেশি বিদেশি। পাজ্ঞাবি থেকে শুরু করে শার্ট, প্যান্ট, ট্রিসার্ট সহ মহিলাদের জন্য বিভিন্ন ধরনের, হিজাব, সহ অন্যান্য ধরনের পোশাক ক্রয় করছেন ক্রেতারা।