ইংরেজি নববর্ষ উপলক্ষে দৌলতপুর উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম।
২০২০ সাল উপলক্ষে মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে তিনি বলেছেন, খৃস্টীয় নববর্ষ উপলক্ষে দৌলতপুর উপজেলার সর্বস্তরের জনগণক সহ দেশবিদেশ অবস্থানরত সকল শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
কামনা করি সকলের অব্যাহত সুখ, স্বাচ্ছন্দ, শান্তি ও সমৃদ্ধি। শুভ নববর্ষ।
প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, আরো বলেন, নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক বিজয়, অনাবিল সুখ ও শান্তি, বাংলাদেশসহ সারা বিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, দূর হয়ে যাক সব গ্লানি সকলে মিলে এগিয়ে যাক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।
শুভেচ্ছান্তে
প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম
সভাপতি শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন
Posted ২:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor