এ আর রহিম
ইউক্রেনে জাহাজে রকেট হামলায় কুষ্টিয়ার ফয়সাল আহত।
প্রতিমুহূর্তেই আতঙ্কে রয়েছেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে। ইউক্রেনের সমুদ্র সীমানায় ইউক্রেনের কৃষ্ণসাগর তীরের একটি বন্দরে যে বাংলাদেশি জাহাজটি ২৯ জন বাংলাদেশি নাবিকসহ আটকে পড়েছিল, সেই জাহাজে রকেট হামলায় কুষ্টিয়ার দৌলতপুরের মেরিন ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ সেতু (২৪) আহত হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফয়সাল আহমেদ সেতুর বাবা।
আহত ফয়সাল আহমেদ সেতু (২৪) দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের তারাগুনিয়া কইপাল গ্রামের ফারুক আহমেদের ছেলে।
ফারুক আহমেদের দুই ছেলে ও এক মেয়ে। ৩ সন্তানের মধ্যে ফয়সাল আহাম্মেদ সেতু ছোট।
সেতুর বাবা ফারুক আহমেদ দৌলতপুর উপজেলার ২নং মথুরাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি বলেন, রকেট হামলায় সময় সেতু আহত হয়েছে ও একজন মারা গেছে বলে আমাকে মেসেজ করছে। মেসেজটি আজ বৃহস্পতিবার সকালে আমি আমার মোবাইলের দেখতে পাই।
সারাদিন কোনো যোগাযোগ হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, আজ বৃহস্পতিবার বিকাল চারটার সময় ম্যাসেজ দিয়েছে বর্তমানে সে এখন ভালো আছে বলে জানিয়েছে।
আহত ফয়সালের পরিবার সূত্র আরও জানান, ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজটির একাংশ। ফয়সাল আহমেদ সেতু এবং তার পরিবার জানিয়েছেন শিপিং কর্পোরেশন থেকে যোগাযোগ করেছে। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে তাদের কোন সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া হয়নি। জাহাজে বন্দী অবস্থায় বাইরে থেকে খানেক পরপরই বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশী নৌযান বাংলার সমৃদ্ধি’র কর্মকর্তা ফয়সাল আহমেদ।
Posted ১:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২
protidinerkushtia.com | editor