শামীম আশরাফ
ইউনিয়ন পরিষদে বসেই চমক লাগিয়ে দিলেন,, জনাব মোঃ আব্দুর রশিদ বাবলু চেয়ারম্যান
বহুল আলোচিত জনগনের পরিক্ষিত, সুমিষ্টভাষি, বলিষ্ঠ কন্ঠস্বর, জনগনের পাশে থেকে জনগনের অধিকার আদায় করে দেওয়ার
আরেক নাম, জনাব মোঃ আব্দুর রশিদ বাবলু চেয়ারম্যান।
২৮ নভেম্বর তৃতীয় ধাপে হওয়া নির্বাচনে। জনগনের দেওয়া ভোটে নির্বাচিত হয়ে , জনগনের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার লক্ষে।
৯ নং রিফাইতপুর ইউনিয়ন বাসি তাদের পাশে থাকার যে সুযোগ করে দিয়েছেন। সেই আলোকে ইউনিয়ন বাসির জন্য চমক লাগানো কিছু বক্তব্য প্রকাশ করেছেন ও তা বাস্তবায়ন করার লক্ষে জনগনের সহযোগিতার মধ্যে দিয়ে পরিলক্ষিত করবেন। মোঃ আব্দুর রশিদ বাবলু চেয়ারম্যান
দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দেওয়া উপহার, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী কার্ড, ভিজিডি কার্ড সহ অন্যআন্য সরকারি দেওয়া উপহার কোন রকম বানিজ্য করা যাবেনা, সেই বিষয়ে হুশিয়ারী সংকেত দেন মেম্বর দের। যদি কোন কার্ড বাবদ টাকা নিয়ে থাকে, তবে তার জন্য এ্যাকশন নিতে প্রস্তুত থাকবেন বলে জানান চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রশিদ বাবলু
তিনি আরো বলেন ইউনিয়ন পরিষদে এসে কোন ব্যাক্তি যাতে মনে কষ্ট, চোখের পানি ফেলতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কোন মানুষ যেন ভোগান্তির শিকার না হয় সেদিকে সবাইকে নজর দিতে হবে।
তিনি আরও জানান, ৯ নং রিফাইতপুর ইউনিয়ন পরিষদ হবে, সন্ত্রাস, দুর্নীতি, মাদক মুক্ত এলাকা, জনগনের পাশে থেকে জনগনের সেবাই নিজেকে উৎসর্গ করবেন।
Posted ৬:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২
protidinerkushtia.com | editor