শামীম আশরাফ
দৌলতপুর প্রতিনিধি//কুষ্টিয়ার দৌলতপুর ১১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল বাকীর বিরুদ্ধে বিভিন্ন সংবাদপত্রে, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে ইউপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-আদাবাড়ীয়া ২নং ওয়ার্ড সদস্য সাইদুর রহমান,৩নং ওয়ার্ড সদস্য মুক্তারুজামান মুন্টু,সমাজ সেবক ওবাইদুল হক, সাবেক ইউপি সদস্য মহাবূল হক,সমাজ সেবক আসাদুজ্জামান আকালী।
সংবাদ সম্মেলনে আব্দুল বাকী লিখিত বক্তব্যে জানান-গত ২-০৩-২০২২ ইং তারিখে জমি জমা সংক্রান্ত তেকালা গ্রামের জালাল উদ্দিন ও রুহুল আমিনের লোকজনের মধ্যে গরুড়া গ্রামের তিন রাস্তার মোড়ে যে সংঘর্ষ হয়, পরবর্তীতে মোঃ জাহাঙ্গীর আলম নামের একজন নিহত হয়েছে এই ব্যাপারে আমি বা আমার পরিষদের কেও এর সাথে জড়িত নয়। আমার পরিষদে জমিজমা বিষয়ে একটি অভিযোগ হলে আমি উভয় পক্ষের উপস্থিতে সেই অভিযোগ কোন রকম আলোচনা বাদেই সচিব মোঃ আবদুল্লাহ আল ফারুক খারিজ করে দেয়। পরবর্তীতে তারা বাড়ীতে যাওয়ার পথে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। অভিযোগের বিষয়টি
কোর্টে মামলা চলার কারণে আমি বাদিকে উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি মাত্র।
অথচ একটি কুচক্রী মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আমার নামে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে। আমি এই মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
Posted ৫:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ১১ মার্চ ২০২২
protidinerkushtia.com | editor