দেখতে দেখতে ইউরো ২০২০-এর গ্রুপ পর্বের খেলাগুলো শেষ হয়ে গেল। কাল রাতেই নির্ধারিত হয়েছে ৬ গ্রুপ থেকে কোন ১৬টি দল দ্বিতীয় রাউন্ডে যোগ্যতা অর্জন করেছে। অঘটনের মঞ্চ প্রস্তুত থাকলেও দ্বিতীয় রাউন্ডের দলগুলো মোটামুটি অনুমিতই। এ পর্বের মাধ্যমেই নক আউট পর্বের রোমাঞ্চে প্রবেশ করছে ইউরো। আটটি ম্যাচের জয়ী দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে। এভাবেই ক্রমান্বয়ে আগামী ১১ জুলাই ইউরোপের শ্রেষ্ঠত্ব দখলের লড়াইয়ে মুখোমুখি হবে সেরা দুই দল।
যেভাবে ১৬টি দল জায়গা করে নিল শেষ ষোলোতে
গ্রুপ চ্যাম্পিয়ন: ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, সুইডেন, ফ্রান্স
গ্রুপ রানার্সআপ: ওয়েলস, ডেনমার্ক, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, স্পেন, জার্মানি
সেরা তৃতীয় স্থান অধিকারী দল: সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, ইউক্রেন, পর্তুগাল
শেষ ষোলোর ম্যাচগুলো কবে, কোথায়, কখন
১. ২৬.০৬.২০২১: ওয়েলস বনাম ডেনমার্ক (আমস্টারডাম, রাত ১০টা)
২. ২৭.০৬.২০২১: ইতালি বনাম অস্ট্রিয়া (লন্ডন, রাত ১টা)
৩. ২৭.০৬.২০২১: নেদারল্যান্ডস বনাম চেক প্রজাতন্ত্র (বুদাপেস্ট, রাত ১০টা)
৪. ২৮.০৬.২০২১: বেলজিয়াম বনাম পর্তুগাল (সেভিয়া, রাত ১টা)
৫. ২৮.০৬.২০২১: ক্রোয়েশিয়া বনাম স্পেন (কোপেনহেগেন, রাত ১০টা)
৬. ২৯.০৬.২০২১: ফ্রান্স বনাম সুইজারল্যান্ড (বুখারেস্ট, রাত ১টা)
৭. ২৯.০৬.২০২১: ইংল্যান্ড বনাম জার্মানি (লন্ডন, রাত ১০টা)
৮. ৩০.০৬.২০২১: সুইডেন বনাম ইউক্রেন (গ্লাসগো, রাত ১টা)