সাম্প্রতিক সময়ে করোনা মহামারী প্রকটভাবে সারাদেশে ছড়িয়ে পড়া শুরু করে তখন হাসপাতালগুলো করোনা রোগী সামাল দিতে হিমশিম খেতে শুরু করে। এর ভয়াবহতা থেকে বাদ পড়েনি কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা।
শুরু হয় চারিদিকে করোনা রোগীর ছড়াছড়ি ও অক্সিজেন সিলিন্ডারের জন্য দৌড়াদৌড়ি।
এই বাস্তবতায়, দৌলতপুর উপজেলার প্রকৌশল পেশাজীবীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশন দৌলতপুর (ইএফডি) উদ্যোগে করোনা যুদ্ধে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষে চিকিৎসকবৃন্দের সাথে একাধিকবার আলাপ করে পরিকল্পনা করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অক্সিজেন সক্ষমতা বৃদ্ধির।
সেই পরিকল্পনায় সারথি হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনের কর্মকর্তাসহ সকল পর্যায়ের পেশাজীবী ও সুধীজন।
সিদ্ধান্ত হয় শত শত ছোট সিলিন্ডার দিয়ে হাসপাতালের ওয়ার্ড ভর্তি না করে একটি সিলিন্ডার ব্যাংক তৈরি করার এবং পাইপ লাইনের মাধ্যমে বেডে বেডে অক্সিজেন সাপ্লাই দেয়ার। যা কিনা রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ উভয়ের জন্যই ব্যবহার ও রক্ষনাবেক্ষন করা সহজসাধ্য।
অবশেষে সকলের আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ টি ৯.৮ কিউবিক মিটারের বড় সিলিন্ডার ও ৩৮ টি আউটলেটসহ একটি সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম ইন্সটল করতে সক্ষম হয় দৌলতপুর উপজেলা প্রকৌশল পেশাজীবীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশন দৌলতপুর (ইএফডি)।
গত ১৯ তারিখ থেকে পরীক্ষামূলক পর্যবেক্ষন শেষ করে এখন প্রায় সবগুলো আউটলেটের সাথে ফ্লোমিটার সংযুক্ত করে রোগীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
protidinerkushtia.com | editor