সোমবার | ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হলেন প্রফেসর ডঃ শেখ আব্দুস সালাম

মোঃ গোলাম কিবরিয়া (জিবন),কুষ্টিয়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হলেন প্রফেসর ডঃ শেখ আব্দুস সালাম

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৩ তম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. শেখ আবদুস সালাম। আগামী ৪ বছরের জন্য তিনি এ দায়িত্ব পেয়েছেন।


মঙ্গলবার রাষ্ট্রপ‌তির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরােজ সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমােদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ এর ১০ (১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযােগাযােগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর (অবসরপ্রাপ্ত) ড. শেখ আবদুস সালামকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়ােগ বাতিল করতে পারবেন।


ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৩তম উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন। প্রফেসর ডঃ শেখ আব্দুস সালাম। প্রফেসর ডঃ শেখ আব্দুস সালাম ১৯৫৫ সালে বাগেরহাটে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালে এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডের অধীনে অংশগ্রহণ অষ্টম স্থান অধিকার করেন। এরপর ১৯৭২ সালে এইচএসসি পাস করেন।

১৯৭৫ সালে খুলনা বিএল কলেজের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় অধীনে অর্থনীতিতে বিএ অনার্স করেন এবং দ্বিতীয় স্থান অধিকার করেন।


ডঃ শেখ আব্দুস সালাম ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি দ্বিতীয় স্থান অধিকার করেন। ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি ডিগ্রি অর্জন করেন এবং ১৯৮৬ সালে ভারতের পুনে বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিকেশন এন্ড জার্নালিজমের উপরে পিএইচডি ডিগ্রী লাভ করেন তিনি।

এই পর্যন্ত ডক্টর আব্দুস সালামের চারটা বই, চারটা রিসার্স রিপোর্ট এবং ২৮টি রিসার্চ আর্টিকেল প্রকাশিত হয়েছে।

তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে বৈচিত্র্যময়। ডঃ সালাম ছিলেন সমাজসেবক, টিডিএইচ (নেদারল্যান্ডস), ঢাকা। গবেষণা কর্মকর্তা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়, সরকার। বাংলাদেশ; পরিচালক (প্রোগ্রাম এবং আইআই ও সি), বিএভিএস-ঢাকা এবং মহাপরিচালক, প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশের (পিআইবি)।

ডঃ আব্দুস সালাম ঢাকা বিশ্বাবদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান (২০০৬-০৯) হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৮ সালে নরওয়ের ওসলো বিশ্ববিদ্যালয় কলেজের ভিজিটিং প্রফেসর ছিলেন।

অধ্যাপক সালাম ২৬ টি দেশ পরিদর্শন করেছেন এবং প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারে সংখ্যক গবেষণাপত্রে অংশ নিয়েছেন / উপস্থাপন করেছেন। ডঃ সালাম এখন সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিনিয়র সদস্য। তিনি ২০০৯ সালের জানুয়ারী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ছিলেন

Facebook Comments Box

Posted ৪:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!