ঈদের দিনও শুটিং করতে হয়েছে মোশাররফ করিমকে
টেলিভিশনে অন্যতম ব্যস্ত অভিনেতা ছিলেন মোশাররফ করিম।
টেলিভিশনে অন্যতম ব্যস্ত অভিনেতা ছিলেন মোশাররফ করিম।
আগের ১০ বছরে ফিরে যাই। যে দশ বছরে বাংলাদেশের ছোট পর্দায় অর্থাৎ টেলিভিশনে অন্যতম ব্যস্ত অভিনেতা ছিলেন মোশাররফ করিম। ঈদের দিনও শুটিং করতে হয়েছে মোশাররফ করিমকে। এমন ঈদও গেছে, তিন ডজন নাটক প্রচারিত হয়েছে তাঁর। কিন্তু গত চার মাস সেই ব্যস্ততার ছিটেফোঁটাও নেই।
ঘরবন্দী জীবন কাটছে। এটা
ভালোও লাগছে তাঁর। একাকিত্ব এমনিতেই মোশাররফ করিমের প্রিয়। এবারে সবচেয়ে ভালো কেটেছে ছেলে রায়ানের সঙ্গ।
তিন দশক অভিনয় করছেন মোশাররফ করিম। শেষ এক দশক তাঁর ব্যস্ততা তুঙ্গস্পর্শী। পরিবার তো দূরের কথা, নিজেকেও সময় দিতে পারতেন না তিনি। ‘দেশের বাইরে গেলেই কেবল ছেলেকে সময় দিতে পারতাম। এ ছাড়া খুব একটা সুযোগ হতো না।
Posted ৩:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ০২ আগস্ট ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)