প্রিয় কুষ্টিয়াবাসী… আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন…? সবাইকে সকলকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার অগ্রীম শুভেচ্ছা।
ঈদ মোবারক।।।ঈদ মোবারক।।।ঈদ মোবারক।।
করোনাভাইরাসের মহামারির প্রকোপে পৃথিবীজুড়ে আক্রান্তের সংখ্যা ১ কোটি সাড়ে ৭৪ লাখেরও বেশি এবং মৃত্যুর মিছিলে যোগ দেওয়ার সংখ্যা ৬,৭৬,৮২৪ জনেরও বেশি। যাহার মধ্যে আক্রান্তের দিক বিবেচনায় বাংলাদেশ কানাডা ও জার্মানির মতো দেশকে পিছনে ফেলে ১৬ নম্বরে অবস্থান করছে যা আমাদের জন্য অশনি সংকেত।এর মধ্যেই চলে এসেছে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহৎ উৎসব- ঈদুল আযহার মাহেন্দ্রক্ষণ। ত্যাগের উৎসব নামে পরিচিত এ দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায় নানা দেশের সংক্রমণ বিস্তার নিরোধের রীতি মেনেই উদযাপন করতে চলেছেন।
গত মে’তে অনুষ্ঠিত ঈদুল ফিতরের মতো এবারও উৎসব উদযাপনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা পালনের আহ্বান জানানো হচ্ছে এবং নিম্নোক্ত নির্দেশনা সমূহ যথাযথভাবে পালন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
১) প্রত্যেক মসজিদ কমিটি কে অনুরোধ করা যাচ্ছে যে প্রত্যেকটি মসজিদে ঈদের দিন পর্যাপ্ত পরিমাণ ভলান্টিয়ার্স থাকবে।
২) কোন মুসল্লী ব্যাগ নিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করবেন না, যদি কেউ ভুলবশতঃ ব্যাগ নিয়ে আসেন অবশ্যই ভলান্টিয়ার্সরা সেটি চেক করবেন।
৩) মসজিদের বাইরে থেকে কোন মুসল্লি জামাতে যোগ দিতে পারবেন না, প্রয়োজনে এক মসজিদে একাধিক বার জামাত অনুষ্ঠিত হবে।
৪) কোন মুসল্লী জায়নামাজ ভাঁজ করা অবস্থায় মসজিদের ভিতরে প্রবেশ করবেন না।
৫) ঢাকা বা অন্যান্য দূরবর্তী স্থান থেকে গভীর রাতে যদি কেউ কুষ্টিয়া এসে পৌঁছান, তখন আর্থিক নিরাপত্তা জনিত কারণে বাড়িতে যেতে সমস্যা মনে করলে অবশ্যই পুলিশের সহায়তা নিন।
৬) কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলিয়া নির্ধারিত স্থানে ফেলবেন।
৭) কোনো ধরনের শব্দ যন্ত্র যেমন- সাউন্ড বক্স, মাইক ইত্যাদি বাজানো যাবে না।
৮) আলোকসজ্জা, কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতামূলক খেলাধুলাসহ গণ-জমায়েত করা যাবে না।
৯) মোটরবাইক বহরে ঘোরাঘুরি করা যাবে না।
উপরিউক্ত নির্দেশনা সমূহ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঈদের আনন্দ-খুশিতে ভরে উঠুক সারাদেশ…
শুভেচ্ছান্তে,
গোলাম মোস্তফা
অফিসার ইনচার্জ
কুষ্টিয়া মডেল থানা।
Posted ৮:২৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩১ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor