নিজশ্ব প্রতিনিধী
উখিয়ায় ১৮ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক
উখিয়ার লাম্বাশিয়া চৌরাস্তার মোড় থেকে ১৮ হাজার ইয়াবা সহ এক রোহিঙ্গাকে আটক করেছেন ১৪ এপিবিএনের সদস্যরা।
শনিবার সাড়ে ৪ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
আটকৃত আসামি হলেন, ক্যাম্প-৪এক্সটেনশন এর মৃত সিদ্দিকের ছেলে শফি আলম ২৭।
১৪ এপিবিএনের এসপি মোঃ নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, লাম্বাশিয়া পুলিশ ক্যাম্প এসআই (নিঃ)/১৪০০৩ মোঃ মোজাহারুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, লাম্বাশিয়া ইটের সলিং রাস্তার উপর এক মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থা করছিলেন ঘটনাস্থলে পৌঁছাইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া এক জন লোক তাহার হাতে থাকা কালো পলিথিনের ব্যাগ ফেলে দৌঁড়াইয়া পালানোর চেষ্টা কালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাহাকে ধৃত করে।
উপস্থিত সাক্ষীদের সম্মূখে ধৃত ব্যক্তির ফেলে দেওয়া পলিথিনের ব্যাগ তল্লাশীকরে ১৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
জব্দকৃত ইয়াবা সহ ধৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।
Posted ৪:১৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
protidinerkushtia.com | editor