নিজশ্ব প্রতিনিধী
উজিরপুর ডিবি পুলিশের হাতে মাদক ব্যবসায়ী আনিচ গ্রেফতার
উজিরপুরে ৫২৫ পিচ ইয়াবা, ৪’শ গ্রাম গাঁজা আর ২০ বোতল ফেন্সিডিল সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আনিচ (২৬) গ্রেফতার করেছে উজিরপুরে বরিশাল জেলা ডিবি পুলিশ সদস্যরা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩’টি মামলা চলমান এবং ৪’টি ওয়ারেন্ট রয়েছে। ১৫ ই এপ্রিল বৃহস্পতিবার রাত ১২’টায় গুঠিয়া ইউনিয়ন তেরদ্রোন গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আনিচ মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে বিভিন্ন এলাকার মাদক সেবীদের কাছে মাদক বিক্রি করে আসছিলেন। গ্রেফতার কৃত আনিচ গুঠিয়া ইউনিয়ন তেরদ্রোন গ্রামের মৃত্য
জবেদ আলীর পুত্র। জেলা ডিবি পুলিশের এস আই কাজী ওবায়দুল কবির তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে ও আসামীকে উজিরপুর মডেল থানায় হস্থান্তর করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান,উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করেন।
Posted ৩:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
protidinerkushtia.com | editor