বিনোদন ডেস্ক
উত্তর বিহীন চিঠি
আল মাহামুদ গোলাম কিবরিয়া (জিবন)
অনেকদিন বাদে তোমাকে লিখছি …
কেমন যাচ্ছে তোমার দিনকাল? বাধ্য অবাধ্য সময়গুলো?
নিশ্চয়ই কান্নার দাগ মুছে ফেলেছো তুমি? আজ তুমি হয়তো অন্য তুমি। বদলে নিয়েছো মনের বন্দর।
তোমাকে ছেড়ে আসার পর ভালোই আছি।তবে কখনো কখনো অসময়ের বৃষ্টিতে ভিজে গেলে এখনো তোমাকেই খুঁজি।
দেয়ালচাপায় মারা গেছে প্রিয় শিউলি গাছটা।পড়ার টেবিলে ধুলোর রাজত্ব।ঘুনপোকায় কাটছে আমাদের ফেলা আসা সময়।
কাল সারারাত ঘুমাইনি।অন্ধকার দেখছিলাম আর সেই অন্ধকারে তোমার ফেলে যাওয়া স্মৃতিগুলো খুঁজছিলাম।
প্রিয় আমার, ভালো থেকো।ক্ষমা করো না আমাকে।
আমাকে লিখো না আর।এ চিঠি উত্তরবিহীনই থাক …
Posted ৩:১৪ অপরাহ্ণ | শনিবার, ১০ অক্টোবর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)