শামীম আশরাফ
০৬ অক্টোবর – ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং করতে , হার্ডিং ব্রিজ ,পাবনা বক্কর পুর সহ আশ পাশের বিভিন্ন স্থানে, গিয়েছিলেন অপু বিশ্বাস ও ছবিটির নায়ক জয় চৌধুরী। কিন্তু কথা ছিলো সপ্তাহ খানেক শুটিং করবেন সেখানে। কিন্তু সেটা সম্ভব হয়নি। শুটিং শেষ না করেই ঢাকায় ফিরে এলেন তারা।
কারণ শুটিংয়ের খবর পেয়ে ঢল নামে উৎসুক জনতার। এতোই চাপ ছিল যে কোনোভাবেই দৃশ্য ধারণ নাকি সম্ভব হয়নি । তাই শুটিং শেষ না করেই অনেকটা বাধ্য হয়ে গত রবিবার রাতে ঢাকায় ফিরতে হয়েছে অপু-জয় ও পুরো ইউনিট। ঢাকায় ফিরে এমনটিই জানিয়েছেন ছবিটির নায়ক জয় চৌধুরী।
সোলায়মান আলী লেবু পরিচালিত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। মে মাসে এফডিসিতে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। অপু বিশ্বাস, জয় চৌধুরী ছাড়াও এ সিনেমায় অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, জাদু আজাদ, সাইড নায়ক নায়িকা সহ অনেকে। সোলায়মান আলী লেবু জানান ছবিটির পুরো শুটিং শেষে মুক্তি পেলে।
জাকজমক পূর্ন সহ পরিবার নিয়ে দেখার মত একটি ছবি আরো জানান একটি ছবিতে যতটুকু মাধুর্য পূর্ণ রেখে, পুরো টিম ভূমিকা পালন করছেন
অবশ্যই দর্শকদের মাঝে সাড়া ফেলবে,, প্রেম প্রীতির বন্ধন
Posted ৩:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১
protidinerkushtia.com | editor