এইমাত্র পাওয়া সংবাদ……..
ভেড়ামারায় ছোট ভাইয়ের মৃত্যুর কয়েকঘন্টা পরেই
আপন বড় বোনের মৃত্যু। এলাকায় শোকের ছায়া।।
ভেড়ামারা কুঠিবাজার নিবাসী মরহুম আব্দুল লতিফ
সাহেবের ছেলে আবু সায়েম আযম চিকিৎসাধীন
অবস্থায় গতরাত ১২ টা ৫৫ মিনিটের সময় ঢাকার
BSH হাসপাতালে ইন্তেকাল করেন।
অাজ বাদ জুম্মা ছোট ভাইয়ের জানাযা ও দাফন সম্পন্ন হওয়ার পর পরই তার অাপন বড় বোন সুরাইয়া আক্তার ডেইজির ষ্ট্রোক জনিত কারনে মৃত্যু হয়েছে (ইন্না———রাজিউন)।
সুরাইয়া অাক্তার ডেইজি,
মরহুম আব্দুল লতিফ সাহেবের একমাত্র কন্যা
এবং মরহুম ডা: ইদ্রীস আলীর ছেলে ওহিদুজ্জামান
বাবু’র স্ত্রী।।
মরহুমের জানাযা নামাজ আজ বাদ মাগরিব
সাতবাড়ীয়া ঈদগাহ ও গোরস্থান ময়দানে অনুষ্ঠিত হবে
ইনশাআল্লাহ্।।
ভাই ও বোন দুজনেরই আত্মার মাগফিরাত কামনা
করছি। আমিন।
Posted ১১:০৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
protidinerkushtia.com | editor