গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো তিন হাজার ২৩৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে এক লাখ ৬২ হাজার ৮২৫ জন হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে করোনায় আক্রান্ত হয়ে আরো ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিন হাজার ৭৪০ জন। এ ছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ২০০ জনের। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৮২ হাজার ৩৪৪ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, তা আড়াই লাখ পেরিয়ে যায় গত ৭ আগস্ট। এর মধ্যে ২ জুলাই চার হাজার ১৯ জন কভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।
Posted ২:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque