৭০ বলে পঞ্চাশ পেরোলেন মুশফিক। ৭০ বলে এক চারে ৫১ রান মুশফিকের। ওয়ানডে ক্যারিয়ারের ৪১তম ফিফটি তাঁর।
২৯তম ওভারে এসে ছক্কা পেল বাংলাদেশ ইনিংস। মাহমুদউল্লাহর ছক্কায় পঞ্চম উইকেট জুটি পঞ্চাশ পেরোল। ২৮.১ ওভার শেষে ৪ উইকেটে ১২৮ রান বাংলাদেশের।
মেডেন ওভার দিলেন হাসারাঙ্গা। ২৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০৩।
দায়িত্ব নিয়ে খেলছেন মুশফিকুর রহিম। আগের ম্যাচের মতোই দারুণ স্থিতধী তিনি। এখনো পর্যন্ত ৫৯ বল খেলে করেছেন ৪১ রান। বাউন্ডারি মেরেছেন মাত্র একটি। স্ট্রাইক রেট ৬৯। তাঁর সঙ্গে আছেন মাহমুদউল্লাহ।
২২.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০০ রান।