সামরুজ্জামান সামুন কুষ্টিয়া।
বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙায় জড়িত থাকার অপরাধে দল থেকে থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন যুবলীগদের সভাপতি আনিসুর রহমান আনিচকে।
এতথ্য নিশ্চিত করে আজ শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা যুবলীগদের দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন মুঠোফোনে বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিচকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
এবিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির হাসান রিন্টু বলেন, যুবলীগ কোন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেনা। ব্যাপারটি ক্ষতিয়ে দেখতে ইতিমধ্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে কয়া মহাবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থিত বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্যের নাক ও মুখের কিছু অংশ ভাংচুর করে দুর্বৃত্তরা।এঘটনায় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারুন অর রশিদ বাদী হয়ে কুমারখালী থানায় অজ্ঞাত ব্যক্তির নামে বিশেষ আইনে একটি মামলা দায়ের করলে পুলিশ যুবলীগদের সভাপতি আনিস সহ মোট তিনজনকে গ্রেফতার করে।
Posted ১১:১৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor