করোনাভাইরাস পরিস্থিতিতে সীমিত আকারে পালন হবে চলতি বছরের হজ। তবে এবার হজের খুতবা শোনা যাবে বাংলা ভাষায়।
গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন মক্কা-মদীনার পবিত্র দুই মসজিদের জেনারেল অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ড. আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস।
গত বছর আরবির পাশাপাশি মোট ৫টি ভাষায় হজের খুতবা প্রচার করা হয়েছিলো। এ বছর মোট ১০টি ভাষায় হজের খুতবা প্রচার করা হবে। সেখানে নতুন করে জায়গা করে নিয়েছে বাংলা ভাষা। এর পাশাপাশি ইংরেজি, মালয়, উর্দু, ফার্সি, রুশ, তুর্কীর মতো ভাষাগুলোতে হজের খুতবা প্রচার করা হবে।
প্রতিবছর জ্বিলহজ মাসের ৯ তারিখ হজের খুতবা পাঠ অনুষ্ঠিত হয়।
প্রতিবছর বিশ্বের নানা প্রান্তের ২৫ লক্ষাধিক মুসল্লী হজ পালন করে থাকেন। কিন্তু করোনা মহামারী পরিস্থিতির কারণে এ বছর সীমিত পরিসরে হজ পালনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি হজ কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে এবার মাত্র ১ হাজার ব্যক্তি হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সৌদি নাগরিক ৩০ শতাংশ এবং বিশ্বের নানা দেশের ৭০ শতাংশ মুসল্লী।
তবে এবারের হজে অংশ নেওয়া কেউ বাইরের দেশ থেকে সৌদি আরব প্রবেশ করতে পারবেন না। সেখানে অবস্থানরতরাই হজ পালনের সুযোগ পাবেন।
Posted ১:০২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)