শনিবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

এবার স্বর্ণের দাম আকাশচুম্বি

এবার স্বর্ণের দাম আকাশচুম্বি

টানা কয়েক দফায় দাম বাড়ার পর এবার মহামারী করোনার উদ্ভূত পরিস্থিতির মধ্যেও স্বর্ণের দাম বেড়ে আকাশচুম্বি হয়েছে। দেশের বাজারে সব মানের স্বর্ণ প্রতি ভরিতে ২৯১৬ টাকা বেড়েছে; যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।


স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাদের ভাষ্য, আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার কারণে দাম বাড়ানো হয়েছে। শুক্রবার থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বাজুস নির্ধারিত স্বর্ণের নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে গেলে প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম পড়বে ৭২ হাজার ৭৮৩ টাকা; যা বৃহস্পতিবার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হচ্ছে ৬৯ হাজার ৮৬৭ টাকা।

২১ ক্যারেটের স্বর্ণ কিনতে প্রতি ভরির দাম হবে ৬৯ হাজার ৬৩৪ টাকা; যা বৃহস্পতিবার পর্যন্ত এই মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৬৬ হাজার ৭১৮ টাকা।


আর ১৮ ক্যারেটের স্বর্ণ কিনতে দাম পড়বে প্রতি ভরি ৬০ হাজার ৮৮৬ টাকা; যা বৃহস্পতিবার পর্যন্ত এ মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ৫৭ হাজার ৯৭০ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি কিনতে হবে ৫০ হাজার ৫৬৩ টাকায়; যা বৃহস্পতিবার পর্যন্ত এ মানের স্বর্ণের প্রতি ভরির দাম হচ্ছে ৪৭ হাজার ৫৮৯ টাকা।


এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকা।

Facebook Comments Box

Posted ৫:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!