বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মিজানুর রহমান জনি। আজ মঙ্গলবার (২৪আগস্ট) মিজানুর রহমান জনিকে এশিয়ান টেলিভিশনের মানবসম্পদ বিভাগ থেকে নিয়োগের প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে দেয়া হয়।
মিজানুর রহমান জনি বলেন, এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে আমাকে মেহেরপুর সদর,গাংনী ও মুজিবনগর উপজেলার সকল সংবাদ কাভারের দায়িত্ব দেয়া হয়েছে। এব্যাপারে আমি সকলের সহযোগিতা কামনা করছি।
ইতিপূর্বে সাংবাদিক মিজানুর রহমান জনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক গণকণ্ঠ, স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জেলা প্রতিনিধি ও মেহেরপুরের জনপ্রিয় অন্যতম অনলাইন নিউজ পোর্টাল মেহেরপুর প্রেস’র প্রকাশক ও সম্পাদক হিসেবে হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Posted ১১:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
protidinerkushtia.com | editor