বুধবার | ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

ওরা চায় আমি করোনায় মরি, অমিতাভের ক্ষোভ

ওরা চায় আমি করোনায় মরি, অমিতাভের ক্ষোভ

দুই সপ্তাহের বেশি সময় ধরে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন অমিতাভ বচ্চন। তাঁর শারীরিক অবস্থা এই ভালো তো এই মন্দ। হাসপাতালে থেকেই তিনি বরাবরের মতোই সক্রিয় আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটার অসংখ্য আশীর্বাদের সঙ্গে কিছু অভিশাপও নিয়ে এসেছে। তাই তারকাদের নিয়ে ‘ট্রলিং, বুলিং’কে অনেকে তারকা হওয়ার ‘প্যাকেজের অংশ’ হিসেবে সয়ে আসছিলেন। কিন্তু কড়া জবাব দিলেন অমিতাভ বচ্চন।


‘বলিউড শাহেনশাহ’ করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই একদল সামাজিক যোগাযোগমাধ্যমে বলে আসছিল, তারা চায়, অমিতাভ বচ্চন যেন করোনায় আক্রান্ত হয়ে মরে। একটা ‘আননোন’ অ্যাকাউন্টের সেই ইচ্ছার কথা শেয়ার করে হাসপাতালে করোনার সঙ্গে লড়াই করা অমিতাভ বচ্চন এর তীব্র ভর্ৎসনা করে বলেন, ‘ওরা চায় আমি করোনায় আক্রান্ত হয়ে মরি। আজ সে আমাকে নিয়ে এ কথা লিখতে পারল, কারণ আমি বেঁচে আছি। আর লোকে তার এই লেখা পড়ল, কারণ এটা অমিতাভ বচ্চনকে উদ্দেশ্য করে লেখা। অর্থাৎ, সে কেবল আমার তারকাখ্যাতিকে ব্যবহার করেই নিজে একটু “লাইমলাইটে” আসতে চায়। (কিন্তু সেটা তো নিজের পরিচয় ব্যবহার করে সম্ভব নয়। তাই মুখোশ আড়াল নিতে হয়েছে।) এই মুহূর্তে আমার সামনে কেবল দুটো রাস্তা খোলা। হয় আমি সুস্থ হয়ে উঠব, আরও কিছু কাজ করব, আরও কিছুদিন বাঁচব, অথবা আমি মারা যাব। আমি যদি মারা যাই, তাহলে সে বা তারা আর এসব বাজে কথা লেখার মতো অবস্থানে থাকবে না।’

বচ্চন পরিবারের এই চার সদস্য করোনায় আক্রান্ত। ছবি: ইনস্টাগ্রামঅমিতাভের নিজের ব্লগে ট্রলকারীদের ‘অসুর’ সম্বোধন করে আরও লেখেন, ‘এখন যদি আমি মারা যাই, তাহলে এদের আর আমাকে নিয়ে নোংরা কথা লেখার ক্ষমতা থাকবে না। আর সৃষ্টিকর্তার ইচ্ছায় যদি আমি বেঁচে উঠি, তাহলে আমি এসব ট্রলিং, বুলিংয়ের শেষ দেখে ছাড়ব। ভুলে গেলে চলবে না, আমি মানে শুধু আমি নই, সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার প্রায় নয় কোটি ভক্ত। তাঁরাও আমার পরিবারের বর্ধিত অংশ। তাই কেবল আমার মৃত্যু মানে আমার শেষ হয়ে যাওয়া নয়।’

ওদিকে ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্য ইতিমধ্যে করোনা নেগেটিভ নিয়ে হাসপাতাল ছেড়েছেন। তাঁদের বাড়ি ‘জলসা’ থেকেও করোনার সিল উঠিয়ে নেওয়া হয়েছে। বাড়ি ফিরে ঐশ্বরিয়া তাঁর ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞচিত্তে লিখেছেন, ‘আপনাদের প্রার্থনার জন্য শুকরিয়া। আমাদের ছোট্ট পরি আরাধ্য, বাবা (অমিতাভ বচ্চন), অভিষেক বচ্চন আর আমার জন্য আপনাদের দুশ্চিন্তা আর মঙ্গল কামনায় আমি আপ্লুত, কৃতজ্ঞ। সৃষ্টিকর্তা আপনাদের প্রতি সদয় হোন। আর আমাদের জন্য আপনাদের যতটা ভালোবাসা, আমাদের তরফ থেকেই আপনাদের প্রতি ততটাই ভালোবাসা আর কৃতজ্ঞতা।’


Facebook Comments Box


Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

“অমর মুজিব“
“অমর মুজিব“

(1702 বার পঠিত)

মধ্যেবিত্ত
মধ্যেবিত্ত

(806 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!