মোসলেম উদ্দিন, হিলি দিনাজপুর।
দিনাজপুরের হিলিতে করোনায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে প্রধান মন্ত্রীর খাদ্য উপহার তুলে দেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকির হোসেন।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে হাকিমপুর (হিলি) উপজেলা হলরুমে করোনায় ক্ষতিগ্রস্থ আদিবাসী নারীদের এই সব খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকির হোসেন।
বিশেষ অতিথি হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ও হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন।
এসময় ৫০ জন করোনায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের মাঝে প্রধান মন্ত্রীর দেওয়া খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
Posted ৯:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor