প্রতিদিনের কুষ্টিয়া অনলাইন নিউজ ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ২১৯ জনে।
এছাড়া গত একদিনে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৪৮৮ জন। এ নিয়ে মোট শনাক্ত হলো ৩ লাখ ৬২ হাজার ৪৩ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬২৫ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৭৩ হাজার ৬৯৮ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ১০৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৬৯টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৯ লাখ ৩৪ হাজার ২৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৫৬শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৬০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ
Posted ৪:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)