কুষ্টিয়ার দৌলতপুরে করোনাকে জয় করে অফিসে ফিরেছেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
করোনায় আক্রান্ত হয়ে তিনি প্রায় একমাস চিকিৎসা ও বিশ্রামে ছিলেন। সুস্থ হওয়ার পর গতকাল সোমবার সকালে অফিসে যান করোনা জয়ী দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ করোনা জয়ী ইউএনও শারমিন আক্তারের সঙ্গে সৌজন্য স্বাক্ষাত করেন।
দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী জানান, করোনা আক্রান্ত হয়ে প্রায় একমাস চিকিৎসা ও বিশ্রাম শেষে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার স্যার গতকাল অফিস করেছেন।
Posted ৯:২১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor