আব্দুর রহিম
করোনা টিকার ফ্রি রেজিস্ট্রেশন করে দিচ্ছে চেয়ারম্যান সাঈদ আনসারী বিপ্লব।
আড়িয়া ইউনিয়নে প্রযুক্তির বাইরে থাকা সাধারণ মানুষকে ভ্যাকসিন সেবার আওতায় আনতে বিনামূল্যে অনলাইন রেজিস্ট্রেশন করে দিচ্ছে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আনসারী বিপ্লব।
আড়িয়া ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে গ্রামে গিয়ে এই ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে।
আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আনসারী বিপ্লব জানান,,অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া করোনা ভ্যাকসিন গ্রহণের সুযোগ নেই। তাই সাধারণ মানুষের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, আমরা লক্ষ্য করছি আড়িয়া ইউনিয়নে এ পর্যন্ত যারাই টিকা গ্রহণ করেছেন তারা বেশিরভাগই সচ্ছল ও প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখেন। কিন্তু প্রযুক্তির বাইরে থাকা মানুষদের এখনো স্বতঃস্ফূর্তভাবে টিকার আওতায় আনা সম্ভব হয়নি। অনেক মানুষের কাছে টিকা না নেওয়ার কারণ জানতে চাইলে অনলাইন রেজিস্ট্রেশন নিয়ে জটিলতার কথা বলছেন।
এ অবস্থায় তাদের জটিলতা কমাতে বিনামূল্যে ফ্রি রেজিস্ট্রেশন সেবামূলক কার্যক্রম চালু রেখেছি।
আড়িয়া ইউনিয়নের সব মানুষ যতদিন ভ্যাকসিনের আওতায় না আসছে ততদিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত আমরা সাধারণ মানুষকে এই সেবা দিয়ে যাবো।
Posted ২:০৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১
protidinerkushtia.com | editor