কুষ্টিয়া জেলা একটি সুনামধন্য একটি জেলা। কুষ্টিয়াকে সাংস্কৃতিক রাজধানীতে ও বলা হয়।বিশ্বে যেখানো করোনা ভাইরাস সংক্রমণের মহাহারী ঠেকাতে হিমসিম।
সেখানে কুষ্টিয়া জেলার গড়াই নদীতে চলছে নৌকা ভ্রমনের নৈরাজ্যেকতা। একদিকে করোনা মহামারী আর একদিকে শোকাবহ আগস্ট এই মাসেই চলছে গড়াই নদীতে এক নৌকায় ৭০/৮০ জন নিয়ে নৌকা ভ্রমন কে দেখবে এই ভয়াবহতা কে ঠেকাবে এই মহামারী।
আজ ২১ শে আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি কালো দিন।প্রত্যেক নৌকায় ৭০/৮০ জন করে নিয়ে চলছে নৌকা ভ্রমন। শোকের মাস আগস্ট আর এই মাসেই জমে উঠেছে নৌকা ভ্রমন। নেই কোন সামাজিক দুরত্ব। ৫০ ফিট বা ২০ ফিট এর নৌকায় ৭০/৮০ জন। কুষ্টিয়া জেলা প্রশাসন ও ওসি স্যারের দৃষ্টি আকর্ষণ করা হলো।এটা অতি দ্রুত ব্যাবস্থা গ্রহন করা দরকার।
Posted ৬:১৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque