তানজিল মিতুল
জন্ম থেকেই মলদ্বারহীন শিশু আশান
অর্থের অভাবে অপারেশন করাতে পারছে না অসহায় মা ছোট্ট নিষ্পাপ শিশুটির নাম আ শান। বয়স মাত্র দেড় বছর। ভাগ্যের নির্মম পরিহাস- শিশুটি জন্ম থেকেই মলদ্বারহীন। নাভীর পাশে একটি অস্থায়ী মলদ্বার তৈরী করা হয়েছে ডাক্তারের মাধ্যমে। বর্তমানে নিষ্পাপ শিশুটি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। স্থায়ী ভাবে মলদ্বারের ব্যবস্থা করা যাবে অপারেশনের মাধ্যমে। তার জন্য প্রয়োজন মাত্র ৬০-৭০ হাজার টাকা। কিন্তু সেই সামান্য টাকা জোগাড় করতেও ব্যর্থ হয়েছে শিশুটির মা। জন্ম থেকেই যে রোগটি বয়ে বেড়াচ্ছে অবুঝ শিশুটি, তা বছর দেড়েক হয়ে গেলেও অর্থের অভাবে অপারেশন করতে না পারার দুঃখ বয়ে বেড়াচ্ছে শিশুটির অসহায় মা। ছেলেকে এ করুণ দশা থেকে রক্ষা করতে নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়েও ব্যর্থ তিনি। বর্তমানে শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন। তাই সমাজের মানবিক ব্যক্তিদের স্বরণাপন্ন শিশুটির মা। বাঁচাতে চান তার বুকের ধনকে। শিশুটির হতদরিদ্র পিতা পেশায় রাজমিস্ত্রি ছিলেন। দুই বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীরের অনেকাংশ পুড়ে যায়। তারপর থেকেই শিশুটির মা কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের পুরাতন কুষ্টিয়া গ্রামে শিশুটিকে নিয়ে তার পিতার বাড়িতে বসবাস করেন। হতদরিদ্র পরিবারে একমাত্র উপার্জনকারী ব্যক্তি ওই অবুঝ শিশুটির নানী। মানুষের বাড়িতে কাজ করে যা উপার্জন হয় তা দিয়ে কোনমতে সংসার চালান তিনি। তার পক্ষে চিকিৎসার খরচ বহন করা অসম্ভব।
শিশুটিকে সুস্থ করতে প্রয়োজন মহান রাব্বুল আলামিনের রহমত আর সমাজের মানবিক মানুষের সহযোগিতা।
Posted ৬:০১ অপরাহ্ণ | রবিবার, ০৯ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque