মোঃ সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদীতে জেলেদের জালে মাছের বদলে সেলিম (৪৫) নামের এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। আজ শনিবার বিকেলে কয়া ইউননিয়নের ব্রীজঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করে জেলেরা। নিহত ব্যক্তি উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া মন্ডল পাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শুক্রবার সকাল সোয়া ১০ টার সময় ছেঁউরিয়া মন্ডল পাড়া শ্মশানঘাট এলাকায় সেলিম গোসল করতে গিয়ে নিখোঁজ হলে স্থানীয়রা ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়। পরে ওই দিনই বিকেলে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে সম্ভাব্য অনেক স্থানে খোঁজাখুজি করে না পেলে উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ করা হয় এবং শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়। কিন্তু সম্ভাব্য স্থান গুলোতে খোঁজাখুজি করে কোথায় নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া না গেলে ওইদিনই বিকেলে কয়া ব্রীজঘাট এলাকায় জেলেদের জালে তার লাশ পাওয়া যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, নিখোঁজের দুইদিন পর সেলিমের লাশ জেলেদের জালে পাওয়া গেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Posted ২:০২ অপরাহ্ণ | শনিবার, ২৯ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor