নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ২০২১-২০২২ চক্রের এলজিএসপির অর্থায়নে দুস্থ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
রোববার সকালে কুমারখালী পাবলিক লাইব্রেরীর পাশে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হাসান, কুমারখালী পৌরসভার কাউন্সিলর বৃন্দ সহ উপজেলা আওয়ামীলীগ ও আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ৪৫ জনদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
Posted ৯:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ এপ্রিল ২০২১
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)