কুষ্টিয়া কুমারখালীতে নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোড়ালে নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করেছে কুমারখালী পৌরসভা কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) কুমারখালী স্টেশন বাজার রমেশ দধি ভান্ডারের পাশে মোড়ালে ক্যামেরা স্থাপন করা হয়।
জানা গেছে, কুমারখালী শহরের প্রবেশপথে স্টেশন বাজার রমেশ দধি ভান্ডারের পাশে বঙ্গবন্ধুর মোড়াল নির্মাণ করছে কুমারখালী পৌরসভা কর্তৃপক্ষ।
কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ বলেন, যার জন্ম না হলে বাংলাদেশ নামক ভূখণ্ডের সৃষ্টি হতো না। আজ তার মোড়াল নিয়ে কত মানুষের অ্যাল্যার্জি। বাংলাদেশের সাধারণ মানুষ মোড়াল রক্ষা করতে জানে।
পৌর কর্তৃপক্ষের সিসি ক্যামেরা স্থাপন একটি যুগোপযোগী সিদ্ধান্ত। সিসি ক্যামেরা স্থাপন করায় জননন্দিত পৌর মেয়র সামছুজ্জামান অরুণকে ধন্যবাদ জানাই সাধারণ জনগণ।
Posted ১০:১৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor