
কুষ্টিয়ার কুমারখালীতে অতিরিক্ত মধ্যপান করে বাড়ি ফেরার পথে পুকুরে ডুবে আওয়াল (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০টায় উপজেলার বাটিকামার গ্রামের জিন্না শেখের পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত যুবক কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার আমলাবাড়ি গ্রামের মিজানুর রহমান গুরুর মাদকাসক্ত ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে ভাঙা মসজিদ সংলগ্ন বাটিকামারা রাস্তার উপর একজন যুবককে পরে থাকতে দেখে স্থানীয়রা
মৃগীরোগী মনে করে নাকের কাছে জুতা স্যান্ডেল ধরে। এসময় যুবকটি উঠে পকেটে থাকা মোবাইল ছুঁড়ে মারে পার্শ্ববর্তী জিন্নাহ শেখের পুকুরের মধ্যে নেমে যায়। তারা যুবকটিকে পানি থেকে উঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
পরে পানিতে নেমে যুবকে উঠিয়ে ভ্যানযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করন।
ঘটনার সত্যতা স্বীকার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, অতিরিক্ত মধ্যপান করে পানিতে ডুবে যুবকের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায় সে মাদকাসক্ত ছিল। তিনি আরো বলেন, ময়না তদন্তের জন্য লাশ কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।