কুষ্টিয়ার কুমারখালীতে বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন ১৩ জনসহ মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৬৭ জনে।অপরদিকে উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিস্তার প্রতিরোধে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে বুধবার সকালে উপজেলার বিভিন্ন দোকান ও রাস্তায় ঝটিকা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।
মোবাইল কোর্টে মাস্ক ব্যবহার না করায় সংক্রামক রোগ নিয়ন্ত্রণ প্রতিরোধ ও নির্মুল আইন ২০১৮ অনুযায়ী ১৪টি মামলায় ১৪ জনকে মোট ৯ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান বলেন, যতক্ষণ বাইরে আছেন, আবশ্যিক মাস্ক ব্যবহার করুন। মাস্ককে পোশাকের অংশ বিবেচনা করতে হবে। মাস্ক না থাকলে তার কাছে কোন দোকানদার কিছু বিক্রি করবেন না, কোন অফিসে সেবা পাওয়া যাবে না।