কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা জুলমত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।আজ মঙ্গলবার সকাল ১১ টায় বাগুলাট ইউনিয়নের নাতুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান।এসময় যুদ্ধাকালীন জেলার ডেপুটি কমান্ডার, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল মনসুর মজনু সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও কল্যাণ পরিষদের পক্ষ্য থেকে নিহত যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা জুলমত আলীকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
উল্লেখ্য, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা জুলমত আলী( ৭০) সোমবার রাত সাড়ে ৯ টায় উপজেলার বাগুললাট ইউনিয়নের নাতুরিয়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে মারা যান।
Posted ১০:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor