সামরুজ্জামান সামুন কুষ্টিয়া।
শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২০ উদযাপন উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন আয়োজনে আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সভাপতি আব্দুল মান্নান খান।
উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কমিটির সাবেক সদস্য বীরমুক্তিযোদ্ধা আবু আহসান বরুন, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন সহ প্রমূখ।
এসময় উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মাদ আলী, উপজেলা কৃষি অফিসার দেবাশীষ কুমার দাস, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ নূর এ আলম সিদ্দিকী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
এরআগে অনুষ্ঠানের শুরুতে সকল শহীদের সম্মানে এক মিনিট দাঁড়িয়ে নিরাবতা পালন করা হয়।
Posted ৯:৫৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor