সাকিব হাসান (কুমারখালী)
কুমারখালীতে সবজি চাষ করে সারা ফেলেছেন নারী উদ্যোক্তা
সাকিব হাসান (কুমারখালী) :
ফলন জৈব সার ব্যবহার করে সবজি চাষ করে সারা ফেলেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলাপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরের রূপকার, শিক্ষা অনুরাগী বিশিষ্ট শিল্পপতি দানবীর ড. আলহাজ্ব আলাউদ্দিন সাহেবের সহধর্মিনী সুরাইয়া বিলকিস। তিনি জানান বর্তমান সময়ে কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করে যে সমস্ত সবজি ও ফল বাজারে আসছে তা স্বাস্থ্যসম্মত নয়। এজন্য তার স্বামীর অনুপ্রেরণায় উদ্যোগী হয়ে ঢাকা গুলশান ২ নিজ বাড়িতে ছাদ বাগান এবং গ্রামের বাড়ির আঙিনায় বিভিন্ন চাষ শুরু করেন। এবং তার সার্বিক দিকনির্দেশনা অনুযায়ী ফলন জৈব সার প্রয়োগ করে দেশি বিদেশি ফলের গাছ রোপন করেন এর পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি চাষ করেন।এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল গাছ যা মনোমুগ্ধ করবে সবাইকে। পুঁইশাক. লাউ, মিষ্টি কুমড়া, শিমসহ বিভিন্ন সবজি চাষে আলো এগ্রোপ্রসেস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফলন জৈব সার ব্যবহার করছেন। তিনি জানান, রাসায়নিক সার ব্যবহারে প্রাকৃতিক বিপর্যয় ও মাটির উর্বরতা কমে যায় এবং স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তার স্বামীর পরামর্শে বিষমুক্ত সবজি উৎপাদনে জৈব সার ব্যবহার শুরু করছেন। বর্তমানে রাসায়নিক সারের পরিবর্তে নানা ধরনের বৈজ্ঞানিক পদ্ধতির জৈব সার ব্যবহার করছেন ।
এ সময় তিনি আরো বলেন ন্যাচারাল শাকসবজি সবসময় স্বাস্থ্যসম্মত হয়। এগুলো খেলে শরীরে সাধারণ রোগজীবাণু বাসা বাঁধতে পারে না তাই সকল কে বিভিন্ন সবজি চাষে ফলন জৈব সার ব্যবহার করার পরামর্শ দেন।
Posted ১:৫৫ অপরাহ্ণ | রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
protidinerkushtia.com | editor