সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া
কুষ্টিয়ায় আইডিইবি’র সংবাদ সম্মেলন ও মতবিনিময় অনুষ্ঠিত
সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া
কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও সমাজে গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রয়াসে শিক্ষা মন্ত্রণালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি সমমান মর্যাদা প্রদানের উদ্যোগ গ্রহণের প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যুক্তিহীন বিরোধিতা এবং বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) বিকেল ৫ টায় কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন আইডিইবির কুষ্টিয়া শাখার নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলন থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএসসি (পাস) কোর্সের সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন, জাতীয় মেধার অপচয় রোধ ও প্রশাসনে শ্রেণী স্বার্থ দ্বন্দ্ব নিরসনে এবং রাষ্ট্রের অর্থ অপচয় রোধে প্রশাসনিক ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদধারীদের প্রবেশ রোধে পেশা পরিবর্তনের আত্মঘাতি সিদ্ধান্ত রাষ্ট্রীয় আইনি কাঠামোর মাধ্যমে বন্ধ করা, প্রবনমন্ত্রীর প্রতিশ্রাত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরণ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে অন্যান্য পেশাজীবীদের ন্যায় একটি স্পেশাল ইনক্রিমেন্ট এবং পরিকল্পনা ও নকশা বিভাগে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপ-সহকারী প্রকৌশলীদেরকে সহকারী প্রকৌশলীদের ন্যায় ৩টি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণদের ক্রেডিট ওয়েভার দিয়ে ২ বছরে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার সুযোগ প্রদানে ৪ দফা দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) বাংলাদেশ এর কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল আওয়াল খাঁন, সহ-সভাপতি বাদশা মামুনুর রশিদ রশিদ, সাধারণ সম্পাদক সেলিম রেজা, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, অর্থ সম্পাদক মেজবাহুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদ উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, চাকুরি বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, জন সংযোগ ও প্রচার সম্পাদক শাহ জামান বক্তব্য রাখেন
এসময় আরো উপস্থিত ছিলেন, জান সংযোগ প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, সাহিত্যিক সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক এ এস এম আতিকুর রশিদ, সমাজ কল্যাণ সম্পাদক মসফিকুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌস জামান, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল বারী’সহ প্রমুখ।
Posted ২:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
protidinerkushtia.com | editor